খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড
  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

মোরেলগঞ্জে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে মফিজ সরদারের নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে হাসিব সরদারকে যাবজ্জীন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার ( ২১ নভেম্বর ) দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষনা করেন। রায়ের সময় ঘাতক হাসিব সরদার (২৭) আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত হাসিব সরদার মোরেলগঞ্জ উপজেলার কুমারখালী গ্রামের লোকমান সরদারের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবারনে জানা যায়, ২০২০ সালের ১২ আগষ্ট সন্ধ্যায় মোলেরগঞ্জ উপজেলার গরকাটা গ্রামের ভিকটিম মফিজ সরদার কুমারখালী বাজার থেকে বাড়ি যাবার পথে ওৎ পেতে থাকা আসামিরা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে সে মারা যায়। নিহত মফিজ সরদার স্থানীয় বাবুল হাওলদার হত্যা মামলার স্বাক্ষী থাকায় পুর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়।

এঘটনার দুদিন পর ১৪ আগষ্ট নিহত মফিজ সরদারের স্ত্রী রোজিনা বেগম বাদি হয়ে ১৭ জনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তশেষে মোরেলগঞ্জ থানার তৎকালীন এসআই আব্দুল কাদের হাসিব সরদারকে অভিযুক্ত করে ২০২০ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন মাহাবুব মোর্শেদ লালন। তিনি এই মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!