বাগেরহাটের মোরেলগঞ্জে পল্লীতে বসতবাড়িতে ঢুকে স্প্রে দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) একটি অভিযোগ দায়ের করেছেন।
প্রাপ্ত অভিযোগে জানা যায়, উপজেলার জিউধরা ইউনিয়নের ডেউয়াতলা গ্রামের আব্দুস ছত্তার মুন্সীর ছেলে কৃষক গিয়াস মুন্সীর বসতবাড়িতে ঘটনারদিন বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে একদল দুর্বৃত্তরা বাড়ির গৃহের বেড়া কেটে ঘরের মধ্যে ঢুকে স্প্রে দিয়ে গিয়াস মুন্সী ও তার স্ত্রী আধুরী বেগমকে অচেতন করে ঘরে থাকা শোকেস এর ড্রয়ার ভেঙ্গে ৭ ভরি ওজনের স্বর্ণলংকার ও ৮ ভরি ওজনের রুপার অলংকার নিয়ে যায়। এ সময় তারা নগদ ৩ লাখ টাকাও হাতিয়ে নেয়।
এ ঘটনায় গৃহ মালিক গিয়াস মুন্সী বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় অজ্ঞাতনামা একটি চুরির অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. শাহজাহান আহমেদ বলেন, ডেউয়াতলা গ্রামে চুরির ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
খুলনা গেজেট/এএজে