খুলনা, বাংলাদেশ | ৩১ আশ্বিন, ১৪৩১ | ১৬ অক্টোবর, ২০২৪

Breaking News

  একদিনে ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, শনাক্ত ১১০৮
  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩
  বুধবার থেকে ডিমের নতুন দাম কার্যকর হবে : ভোক্তা ডিজি
  দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হবে সরকার : শ্রম উপদেষ্টা
  এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ; পাশের হার ৭৭.৭৮

মোরেলগঞ্জে স্থাগিত ইউপি নির্বাচন বৃহস্প‌তিবার

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে স্থাগিত হওয়া নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচন বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। প্রতিটি কেন্দ্রে থাকছেন ৮ জন করে পুলিশ সদস্য, ১৭ জন আনসার ভিডিপি সদস্য, ১ প্লাটন বিজিপি, পুলিশের মোবাইল টিম, স্টাইকিং টিম, স্টান্ড বাই টিম ২টি। এ ছাড়াও ৫ সদস্য’র আনসার সদস্য’র একটি মোবাইল টিম সার্বক্ষনিক মাঠে থাকছেন।

এ নির্বাচনে ১০টি কেন্দ্রে ২০ হাজার ২৮৪ জন নারী-পুরুষ তাদের ভোট প্রদান করবেন। সাধারণ ইউপি সদস্য পদে ৪৯ জন ও সংরক্ষিত আসনে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ইতোপূর্বে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে মো. সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, নিশানবাড়িয়া ইউনিয়নে সিমানা নির্ধারণ নিয়ে জটিলতায় মাননীয় হাইকোট সিভিল ডিভিশন নং-১৫১৯/২০২১ সহকারি জজ আদালতে মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশনায় ৬ মাসের স্থাগীত করেন নির্বাচনের কার্যক্রম। পরবর্তীতে স্থাগীত আদেশ প্রত্যাহার হয়ে তফশীল ঘোষণা করেন নির্বাচন কমিশন কর্তৃক ২৯
ডিসেম্বর চেয়ারম্যান পদ ব্যতিত অন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।

বুধবার দুপুরে নির্বাচন কার্যালয় থেকে প্রতিটি কেন্দ্রের জন্য ভোট বাক্স, ব্যালট পেপার, প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসারের হাতে তুলে দেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার অঞ্জন সরকার, থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমানসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার অঞ্জন সরকার বলেন, স্থাগীত হওয়া নিশানবাড়িয়া ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে ১০টি কেন্দ্রেই কর্মকর্তাসহ সকল সরঞ্জাম পৌছে গেছে।

এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, কঠোর নিরাপত্তা গ্রহন করা হয়েছে। ১০টি কেন্দ্রেই প্রশাসনিক কর্মকর্তারা প্রিজাইডিংয়ের দায়িত্বে থাকছেন। আইন শৃংখলা নিয়ন্ত্রনে ম্যাজিষ্ট্রেট, ১ প্লাটুন বিজিবি, পুলিশ, আনসার ভিডিপি সদস্য, মোবাইল টিম সার্বক্ষনিক মাঠে থাকছেন।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, প্রতিটি কেন্দ্রেই ১৭ জন আনসার সদস্য ২ জন করে অস্ত্রধারী পিসি-এপিসি ১৭০ জন এ নির্বাচনে দায়িত্ব পালন করছেন।

খুলনা গেজেট/ বিএমএস

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!