খুলনা, বাংলাদেশ | ১৬ ফাল্গুন, ১৪৩১ | ১ মার্চ, ২০২৫

Breaking News

  পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা
  সম্পূর্ণ নিরাপদ বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা

মোরেলগঞ্জে সালিশ বৈঠক শেষে মারপিটে বিবাদী নিহত, বাদী আটক

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের বিরোধ সংক্রান্ত একটি সালিশ বৈঠক শেষে মারপিটে মহিউদ্দিন মহারাজ (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার ভাই শওকত আলী জোমাদ্দার (৫৫)। শুক্রবার দুপুর ১টার দিকে জিউধরা ইউনিয়নের লক্ষীখালী পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।

মারপিট ও হত্যার মূল অভিযুক্ত সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মো. মিজানুর রহমানকে শনিবার (১ মার্চ) বেলা ৭টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালের সামনে থেকে পুলিশ আটক করেছে।

নিহত মহিউদ্দিন মহারাজ বরইতলা গ্রামের আবুবকর জোমাদ্দারের ছেলে। তার স্ত্রী ও ৪ সন্তান রয়েছে।

নিহতের স্ত্রী সালমা বেগম ও স্থানীয়রা বলেন, ৪ বিঘা জমির একটি ঘেরের মধ্যে সাবেক সেনা সদস্য মিজানুর রহমান কিছু জমি পাবে বলে দাবি তুলে ঘেরের মাছ লুট ও ঘের দখলের অভিযোগ দায়ের করে থানায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিষ্পত্তির জন্য লক্ষীখালী ফাঁড়ি পুলিশের ওপর দায়িত্ব দেন। সে অনুযায়ী ফাঁড়ির আইসি এসআই মো. সাইদুর রহমান শুক্রবার দুই পক্ষকে কাগজপত্র ও মনোনীত সালীশদের নিয়ে ফাঁড়িতে যেতে বলেন।

সালিশ বৈঠক চলাকালিন আইসি সাইদুর রহমান অনুপস্থিত থাকায় পক্ষদ্বয় ফাঁড়ির সামনে রাস্তায় বাকবিতন্ডায় জড়ায়। এসময় অভিযোগের বাদি সার্জেন্ট (অব:) মিজানুর রহমান ও তার সহযোগীরা বিবাদী মহিউদ্দিন মহারাজ, তার বড় ভাই শওকত জোমাদ্দারসহ ৪-৫ জনকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

আহত দুই ভাইকে প্রথমে মোংলা সদর হাসাপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সময় শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে মহিউদ্দন মহারাজ মারা যায়। শনিবার সকাল ৮টার দিকে তার মরদেহ থানায় নেওয়া হয়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, ফাঁড়ির আইসি না থাকায় পক্ষদ্বয় মারপিটে লিপ্ত হয়। এতে আহত মহিউদ্দিন মহারাজ মারা গেছে। তার লাশ পোষ্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার মূল অভিযুক্ত মিজানুর রহমানকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!