বাগেরহাটের মোরেলগঞ্জে ঘণ্টা বাজিয়ে নবগত শিক্ষার্থীদের বরণ মোশাররফ হোসাইন কলেজের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।
শনিবার বেলা ১০ টায় বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা গ্রামে মোশাররফ হোসাইন কলেজের উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, ভিত্তি প্রস্তর স্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোশাররফ হোসাইন কলেজের প্রতিষ্ঠাতা ড. মো: সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. আবু ইউসুফ মিয়া, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবিব, বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, সরকারি ব্রজলাল( বিএল) কলেজ খুলনা অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, খুলনা সরকারি পাইওনিয়ার মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজিবর রহমান বাবুল, বাগেরহাট প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ জিয়াউল ইসলাম, বাগেরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রকাশ কুমার মালাকার, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, পৌরসভার মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর।
অন্যান্যের মধ্যে ঢাকা ল্যাব এইড হসপিটালের সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. মো. মাহবুবুর রহমান, কমিশনার কাষ্টমস, এক্সইজ ও ভ্যাট (আপীল) কমিশনার খুলনা শেখ আবু ফয়সল মো. মুরাদ, অতিরিক্ত কমিশনার কাষ্টমস মো. শফিউজ্জামান, কমিশনার কাস্টমস হাউজ খলেদ মোহাম্মদ আবু হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান তালুকদার রিপন হোসেন, সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী সোমনাথ দে প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোশাররফ হোসাইন কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমান ও মো. মারুফ উর রহমান।
প্রধান অতিথি এ্যাড. আমিরুল আলম মিলন বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানই শিক্ষার আলোয়, আলোকিত করতে পারে গোটা অঞ্চল।
উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে আজ এগিয়ে নিয়েছে। ভিশন-২০৪১ চতুর্থ বিপ্লবে মেধা প্রতিযোগিতায় দেশের তরুন শিক্ষার্থী প্রজন্ম হবে বিশ্বের নেতৃত্বদানকারি। #
খুলনা গেজেট/এইচ