খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ

মোরেলগঞ্জে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পরিবেশককে হত্যার হুমকি

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে এক ব্যবসায়িকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ব্যবসায়ী কেএম মাসুদ করিম টিটু বৃহস্পতিবার রাতে থানায় সাধারণ ডায়েরি করেছেন। টিটু, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার পরিবেশক।

কেএম মাসুদ করিম টিটু বলেন, মোবাইল ফোনে এক ব্যাক্তি তাকে ৩টি গুলি করে হত্যার হুমকি দিয়েছে। এর পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনার সাথে স্থানীয় এক ছাত্র নেতার হাত রয়েছে বলে দাবি করেছেন টিটু। বিশিষ্ট ব্যবসায়ী কেএম মাসুদ করিম টিটু ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিসহ মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় রয়েছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান।

এ ঘটনার মোরেলগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই বিকাশ বলেন, অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশের একটি দল কয়েকজনকে নজরদারিতে রেখেছে। প্রযুক্তির মাধ্যমে সংশ্লিষ্টদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!