খুলনা, বাংলাদেশ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় কাল
  গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  কানাডায় ট্রুডোর উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রীর শপথ নিলেন কার্নি

মোরেলগঞ্জে দুই ভাই-বোন নিখোঁজ

মোরেলগঞ্জ প্রতিবেদক

বাগেরহাটের মোরেলগঞ্জে রুমা আক্তার (১২) ও রবিউল ইসলাম (৫) নামে আপন দুই ভাই-বোন নিখোঁজ হয়েছেন। বুধবার সকাল ৭টা থেকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।

নিখোঁজ দুই ভাই-বোন বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের মৎস্যজীবী মো. রিয়াজুল ইসলাম ও চম্পা বেগমের ছেলে-মেয়ে।

রিয়াজুল ইসলাম জীবীকার তাগিদে মাছ ধরা ট্রলারে সমুদ্রে অবস্থান করায় মা চম্পা বেগম সন্তানদর সন্ধান পেতে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকে মাইক নিয়ে বিভিন্ন এলাকায় হন্যে হয়ে খুঁজছেন। এ বিষয়ে থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে শিশু দুটির মা চম্পা বেগম বলেন, ছেলে-মেয়েদেরকে বকা দেওয়ায় তারা বুধবার সকাল ৭টার দিকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। এরপরে আর বাড়ি ফেরেনি।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) কেএম শওকত হোসেন বলেন, দুই ভাই-বোন নিখোঁজের ঘটনায় অফিসার নিয়োগ করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!