মোবাইল চার্জারের ভেতরে ইয়াবা নিয়ে অভিনব কায়দায় রাখার অপরাধে ২ জনকে গ্রেপ্তার করেছে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭৯ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, একটি লাল রংয়ের হিরো হোন্ডা হাঙ্ক মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, খালিশপুর ফেয়ার ক্লিনিকের পিছনে মোঃ ইব্রাহীম আলীর বাড়ীর ভাড়াটিয়া মোঃ তৌহিদ সর্দারের ছেলে মোঃ সুজন (৩২) ও টুটপাড়া ২নং ক্রস রোডের মোঃ আহাদুল ইসলামের ছেলে মোঃ জাহিদুল ইসলাম(৩১)।
শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সেখ কনি মিয়ার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নাজমুল হক এবং সংগীয় অফিসার ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মামলার ঘটনাস্থল রূপসা থানাধীন খুলনা টু বাগেরহাট গামী মহাসড়কের কাজী সোবহান পেট্রোল পাম্পের বিপরীত পার্শ্বে জনৈক শাওনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ সুজন (৩২) ও মোঃ জাহিদুল ইসলামকে (৩১) গ্রেপ্তার করা হয়। তারা দুইটি কালো রংয়ের মোবাইল চার্জারের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট রাখে। তল্লাশী চালিয়ে ৭৯ পিচ ইয়াবাসহ ৩ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, একটি লাল রংয়ের হিরো হোন্ডা হাঙ্ক মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দার এসআই (নিঃ) মোঃ নাজমুল হক বাদী হয়ে তাদের বিরুদ্ধে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।
খুলনা গেজেট / এমএম