বাগেরহাটের চিতলমারী উপজেলায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার দূর্গাপুর মোড়ে উত্তম সোমের অপরিকল্পিত দোকানের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত যুবক শিবপুর দক্ষিণ ব্যাপারীপাড়া বেলায়েত শেখের ছেলে জিহাদ। মোটরসাইকেলটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায় আরোহীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, চিতলমারী-বাগেরহাট প্রধান সড়কের দূর্গাপুর গ্রামে কালচাঁনের দোকানের বিপরীতে সম্প্রতি স্থানীয় উত্তম সোম সড়কের পাশের জায়গায় (স্লোপ) সড়কের চেয়ে প্রায় তিন ফুট উঁচু ভিত বানিয়ে মার্কেট করেছে। সেই মার্কেটের সাইকেল-ভ্যান মেরামতের গ্যারেজের সামনের ব্যস্ততম সড়কের উপর ভ্যান রেখে জিহাদ উপুড় হয়ে বসে সেটা মেরামত করছিল।
এমন সময় চিতলমারী বাজারের দিক হতে দ্রুতগামী মোটরসাইকেল ছুটে এসে হঠাৎ তাকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের দুইজন আরোহীও ছিটকে পড়ে। আশেপাশের দোকানের লোকজন ছুটে এসে আহত জিহাদকে নিয়ে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে লোকজনের ভিড়ের মধ্যে মোটরসাইকেল ফেলে দুই আরোহী পালিয়ে যায়।
চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) শেখ লিয়াকত আলী জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
খুলনা গেজেট/ এসজেড