খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

মোংলা বন্দরে পড়ে থাকা ১৫৫ গাড়ি নিলামে বিক্রির উদ্যোগ

মোংলা প্রতিনিধি

মোংলা বন্দরে পড়ে থাকা ১৫৫টি রিকন্ডিশন্ড (একবার ব্যবহৃত) গাড়ি নিলামে বিক্রি করার উদ্যোগ নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ৩০ মে এই নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা। তবে করোনার কারণ দেখিয়ে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা) মোংলা বন্দর দিয়ে আমদানি করা পুরোনো বা রিকন্ডিশন্ড গাড়ির নিলাম আগামী ডিসেম্বর পর্যন্ত স্থগিত করার দাবি জানিয়েছে।

মোংলা কাস্টমস হাউজের কমিশনার হেসেন আহম্মেদ জানান, ১৫৫টি গাড়ি নিলামে বিক্রি করার প্রক্রিয়া শুরু করেছেন তারা। আগামী ৩০ মে নিলামে তুলতে সকল কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছেন তিনি।

তবে বন্দরে পড়ে থাকা গাড়ির নিলাম কার্যক্রম আগামী সাত মাস বন্ধ রাখতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও মোংলা কাস্টমস কমিশনারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বারভিডা।

বারভিডার সভাপতি আবদুল হক জানান, করোনা দুর্যোগের বিপুল আর্থিক ক্ষতি ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জরুরি ভিত্তিতে গাড়ির নিলাম আগামী ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার দাবি জানিয়ে বারভিডার। কাস্টমস কর্তৃপক্ষের নিলাম কার্যক্রমের কারণে মোটরযান খাতের প্রকৃত বিনিয়োগকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছেন। সরকারের রাজস্ব আহরণ বিঘ্নিত হবে। বাজারের স্থিতিশীলতা বিনষ্ট হওয়ারও আশঙ্কা দেখা দিয়েছে বলে তিনি আরও জানান।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!