খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আজই লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া

মোংলা বন্দরে চালু হচ্ছে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ও মোংলা প্রতিনিধি 

মোংলা সমুদ্র বন্দরে চালু হচ্ছে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা (কম্বাইন্ড সিকিউরিটি সেফটি এক্সারসাইজ-Combined Security & Safety Exercise)। এ উপলক্ষে মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে বন্দর জেটিতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশন, শিপিংএজেন্ট এ্যাসোসিয়েশন, মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ, মোংলা কাস্টম হাউজের প্রতিনিধি এবং মোংলা বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করেন।

এসময় বক্তব্য প্রদান করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মূসা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরাপত্তা কর্মকর্তা লে. কমান্ডার মেহেদী বলেন, নৌপরিবহন অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ISPS Code এর সিলেবাস অনুযায়ী মোংলা বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের তত্ত্বাবধানে Combined Security & Safety Exercise চালু হবে। এই লক্ষে আমরা সংশ্লিষ্ট সকলকে নিয়ে কর্মশালা সম্পন্ন করেছি। কম্বাইন্ড সিকিউরিটি সেফটি এক্সারসাইজ চালু হলে মোংলা বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিষয়ক সক্ষমতা অনেক গুনে বৃদ্ধি পাবে। সেই সাথে আন্তর্জাতিক মান রক্ষায়ও এগিয়ে যাবে বলে আশা করেন তিনি।

তিনি আরও বলেন, এই উপলক্ষে বুধবার (১২ জানুয়ারী) সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের জেটি এলাকায় বন্দর ব্যবহারকারী, সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশন, শিপিং এজেন্ট এ্যাসোসিয়েশন, মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ, মোংলা কাস্টম হাউজের প্রতিনিধি এবং মোংলা বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে একটি মহড়া অনুষ্ঠিত হবে। যাতে ভবিষ্যতে সকলের সহযোগিতায় যেকোন সংকট অথবা ঝুকি মোকাবেলা করতে সহজ হয়।

সমুদ্র নিরাপত্তা বৃদ্ধি করতে IMO কর্তৃক ISPS Code চালু করা হয়। ISPS Code বাস্তবায়ন ছাড়া কোন পোর্ট আন্তর্জাতিক বানিজ্যে জাহাজ ব্যবহার করতে পারেনা। ০১ লা জুলাই ২০০৪ সাল হতে মোংলা বন্দরে ISPS Code বাস্তবায়ন শুরু হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!