খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান
  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত

মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মোতালেব আর নেই

মোংলা প্রতিনিধি

মোংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক, মোংলা বন্দর কাস্টম ভেন্ডার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক, দৈনিক পূর্বাঞ্চল ও কালের কন্ঠের মোংলা প্রতিনিধি এম এ মোতালেব হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

শনিবার ৭ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে দুপুর আনুমানিক দেড়টার দিকে তার মৃত্যু হয়। তার এই মৃত্যুতে মোংলার গণমাধ্যম পরিবার, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ব্যক্তিগত জীবনে সাংবাদিক এম এ মোতালেব স্ত্রী, পুত্রসন্তান ও কন্যা সন্তান সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। তার মৃত্যুতে মোংলার রাজনৈতিক ও বিভিন্ন সামজিক সংগঠন শোক জানিয়ে পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারেরপ্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা রিপোর্টার্স ইউনিটি (কেআরইউ)’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সংগঠনের আহবায়ক গৌরাঙ্গ নন্দী ও সদস্য সচিব আবু হেনা মোস্তফা জামাল পপলুসহ নির্বাহী ও উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা বলেন, এম এ মোতালেব একজন স্বজন ও বন্ধুবাৎচ্ছল ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!