খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রক্টর নিয়োগ নিয়ে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়া
  ৭ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
  ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত
আ'লীগের দলীয় মনোনয়ন বিক্রি শুরু

মোংলা পৌর সভা নির্বাচনকে ঘিরে প্রার্থীদের উৎসাহ উদ্দীপনা

মোংলা প্রতিনিধি

টানা ১০ বছর পর মোংলা পোর্ট পৌর সভার নির্বাচনকে ঘিরে মেয়র ও কাউন্সির প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এ নির্বাচনী দলীয় সমর্থন ও মনোনয়ন পেতে শুরু হয়েছে প্রার্থীদের নানা তৎপরতা। বিএনপি ও জামায়াত সমর্থক প্রার্থীদের তেমন সাড়া না থাকলেও আওয়ামীলীগ দলীয় প্রার্থী ও সমর্থকদের তৎপরতা রয়েছে চোখে পড়ার মতো।

সূত্র মতে, দ্বিতীয় ধাপে নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী আগামী ২০ ডিসেম্বর মনোপত্র দাখিল ও আগামী ১৬ জানুয়ারী মোংলা পোর্ট পৌর সভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তাই এ নির্বাচনে অংশ গ্রহণ ও সম্ভব্য প্রার্থীরা দলীয় সমর্থন ও মনোনয়ন পেতে ইতিমধ্যে দৌড় ঝাপ শুরু করেছেন। লবিং করছেন দলের স্থানীয় পর্যায় থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত।

মোংলা পৌর আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক ও মনোনয়ন বিক্রয় কমিটির সদস্য সাখাওয়াত হোসেন মিলন জানান, মেয়র ও কাউন্সির পদে একাধিক প্রার্থী থাকায় বিশৃংখলা এড়াতে শুক্রবার থেকে স্থানীয় কাউন্সিলর পদের মনোনয়ন পত্র বিক্রি করা হয়। যাতে দক্ষ ও যোগ্যরা নির্বাচনে অংশ নিতে পারে । আর এতে দলের একক প্রার্থী বাছাই করা সম্ভব হবে। সকাল থেকে বিকাল পর্যন্ত দলীয় কার্যলয় থেকে মনোনয়ন সংগ্রহে ভীড় করছেন সম্ভব্য প্রার্থী ও তাদের সমর্থকরা। পৌর সভার ৯টি সাধারণ ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত আসনের বিপরীতে অর্ধ শতাধিক সম্ভব্য প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। প্রতিটি মনোনয়নের জন্য অফেরৎ যোগ্য ৫ হাজার টাকা জামানত দিতে হচ্ছে তাদের। আর মেয়র পদে প্রার্থীতার বিষয় দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত গ্রহণের অপক্ষোয় থাকতে হচ্ছে।

মোংলা বন্দর ও শিল্পাঞ্চল কেন্দ্রিক শ্রমিক অধুষিত এ পৌর সভার ভোটার সংখ্যা প্রায় ৩১ হাজার বলে উপজেলা নির্বাচন কমিশন। এ পৌর সভায় সর্বশেষ নির্বাচন আনুষ্ঠিত হয় ২০১১ সালের ১৩ জানুয়ারী। এতা দিন সীমানা জটিলতার মামলায় নির্বাচন আটকে ছিল।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!