খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন
  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৭ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ১
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মোংলা পৌর নির্বাচনে আ’লীগ-বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মোংলা প্রতিনিধি

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মোংলা পোর্ট পৌর সভার নির্বাচনে নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপির এবং স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

রোববার বিকাল পৌনে ৩ টায় আওয়ামীলীগের প্রার্থী শেখ আব্দুর রহমান এবং পৌনে ৪ টায় বিএনপির প্রার্থী বর্তমান মেয়র জুলফিকার আলী ও স্বতন্ত্র প্রার্থী এইচ এম দুলাল উপজেলা নির্বাচন কমিশনারের কার্যলয় তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

দ্বিতীয় ধাপের এ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের আগে সকাল থেকে শহরের অলিগলিতে গনসংযোগ করেন আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী শেখ আব্দুর রহমান। আর মনোনয়ন দাখিলের পর শহরে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র জুলফিকার আলী।

এদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ ৯টি ওয়ার্ডের বিপরীতে ৩৬টি মনোনয়ন পত্র দাখিল হয়। বড় দুটি দলে মেয়র পদে বিদোহী প্রার্থী না থাকলেও কাউন্সিলর পদে একাধিক বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!