মোংলার বাশতলায় আব্দুল্লাহ শেখ (৯) নামের এক শিশুর গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক সুরতহালে আত্মহত্যার নমুনা না মেলায় ওই শিশুর মৃত্যু নিয়ে নানা রহস্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলার রুচোমারী গ্রামের তাছির শেখ স্ত্রীকে নিয়ে চট্রগ্রামে থাকার কারণে তাদের ছেলে আব্দুল্লাহ শেখ দাদা সালাম শেখের কাছে থাকতেন। সোমবার সন্ধ্যায় দাদাবাড়ীর ঘরের আড়ার সাথে আব্দুল্লাহকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকতে দেখে দাদা সালাম শেখ তাকে সেখান থেকে নিচে নামান। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৌসুমী মৌ ও শোভন খান বলেন, ‘আব্দুল্লাহকে মৃতই হাসপাতালে আনা হয়েছে। তবে তার শরীরে আত্মহত্যার কোন চিহ্ন পাওয়া যায়নি। তাই পুলিশকে খবর দেয়া হয়েছে।’
শিশু আব্দুল্লাহকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী হেদায়েত হোসেন ও আলেয়া বেগম বলেন, ‘আমরা শুনেছি, গলায় ফাঁস লাগিয়ে ছিল। তাই হাসপাতালে নিয়ে আসি। তবে কেন কি কারণে ফাঁস দিয়েছে এবং এতটুকু বাচ্চা কিভাবে কি কারণে ফাঁস দিতে পারে তা বুঝতে পারছি না।’
এ বিষয় মোংলা থানার এসআই লিটন মন্ডল জানান, শিশু আব্দুল্লাহর শরীরের সুরতহাল সম্পন্ন করে বলেন, তার শরীরের কোথাও কোন দাগ কিংবা আত্মহত্যার নমুনা পাওয়া যায়নি। তাই বিষয়টি নিশ্চিতের জন্য মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এনএম