খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  চাঁদপুরে একটি লাইটার জাহাজের নাবিকসহ কয়েকজনকে হত্যা
  গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
  কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৩

মোংলায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে বলগেট ডুবে নিখোঁজ ১

মোংলা প্রতিনিধি

খুলনা থেকে বরিশাল যাবার পথে এমভি. মোকামিয়া দরবার শরিফ নামক একটি ইট বোঝাই বলগেট মোংলা বন্দরের পশুর নদীতে দিগরাজ বিদ্যারবাহন খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে আকস্মিক ভাবে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় বলগেটে থাকা একজন নিখোঁজ হন। বুধবার সন্ধ্যা আনুমানিক সোয়া ৬ টার সময় এ ঘটনা ঘটে।

ঘটনার সময় বলগেটে থাকা তিনজন ব্যক্তির মধ্যে মোঃ হাসিব বেপারী এবং মোঃ সিদ্দিক সাঁতরে তীরে উঠতে পারলেও মোঃ মোকছেদ নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মোকছেদ খুলনার রুপসা থানার রহিমনগর এলাকার মৃত মফিজ উদ্দিন হাওলাদারের ছেলে।

মোংলা ইপিজেডের ফায়ার সার্ভিস কর্মকর্তা আরদেশ আলী জানান, ৯৯৯ ফোন পেয়ে গতকাল থেকে নিখোঁজ মোকছেদ হাওলাদারকে উদ্ধারের জন্য অভিযান চলছে।

বলগেট ও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য খুলনা ডুবুরি দলের সহায়তায় বৃহস্পতিবার সকাল থেকে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে নদীতে প্রচুর স্রোত থাকায় অভিযান পরিচালনা কিছুটা ব্যাহত হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!