সুন্দরবনসহ সকল নদ-নদী ও বনাঞ্চলসহ পরিবশে রক্ষায় পৃথিবীকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানি বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়েছে মোংলায় জলবায়ু নাগরিক সমাবেশে থেকে।
সোমবার সকালে বিশ্ব জলবায়ু সম্মেলনের সফলতার আকাঙ্খায় মোংলার কানাইনগরে পশুর নদীর পাড়ে মোংলা নাগরিক সমাজ ও ক্লিন খুলনার আয়োজনে জলবায়ু নাগরিক সমাবেশে বক্তারা বলেন, জলবায়ুর উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই। পৃথিবীর তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সীমিত রাখার সিদ্ধান্ত এখনই বাস্তবায়ন করতে হবে। দ্রুততম সময়ে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি শক্তির ব্যবহার নিশ্চিত করতে না পারলে বিশ্বে জলবায়ু বিপর্যয় সৃষ্টি হবে।
বাংলাদেশের উপকূল অঞ্চলসহ ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইউ সুন্দরবন পানির নিচে তলিয়ে যাবে। মোংলা নাগরিক সমাজের সভাপতি মো. নূর আলম শেখের সভাপতিত্বে জলবায়ু নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, বাপা নেতা আব্দুর রশিদহাওলাদার, নাজমুল হক, নদীরক্ষা কর্মী শেখ রাসেল, মাহারুফ বিল্লাহ ও হাসিব সরদার।
জলবায়ু নাগরিক সমাবেশে মোংলার ছহিরুদ্দিন লাঠিখেলা টিমের সদস্যরা শারিরীক কসরতের মাধ্যমে জলবায়ু বিপর্যয়ের সৃষ্ট পরিস্থিতি তুলে ধরেন। জলবায়ু নাগরিক সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার কয়েক’শ মানুষকে জলবায়ু সংক্রান্ত দাবি সম্বলিত নানা প্লাকার্ড নিয়ে হাজির হয়।
খুলনা গেজেট/এনএম