দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলা পৌর শহরে সন্ধ্যা হলেই গাছের উপর বসে পাখির মেলা, যা দেখতে ভীড় করে স্থানীয় লোকজনসহ মোংলায় ঘুরতে আসা পর্যটক আর পাখি প্রেমিক উৎসুক জনতা।
মোংলা পৌরসভার শফিউল্লাহ সড়কের মেইন রাস্তার উপরে লাগানো পৌরসভার শোভা বর্ধন গাছের উপর প্রায় কয়েকশ’ চড়ুই পাখিসহ বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে এখানে।
ফাস্টফুড ব্যবসায়ি রাজিব বলেন, প্রায় এক বছরের মতো হলো পাখি গুলি এখানে সন্ধ্যার পর এসে আশ্রয় নেয়, প্রথমে পাখির পরিমাণ কম থাকলেও ধীরে ধীরে সংখ্যা বাড়ছে এবং মোংলায় ঘুরতে আসা পর্যটকরা পাখি দেখে বেশ বিনোদন নেন, পাখি গুলিকে কেউ যাতে ডিস্টার্ব না করে সেদিকে আমরা সব সময় খেয়াল রাখি, দিনের বেলা পাখি গুলিকে দেখা না গেলেও সন্ধ্যা হলে ঠিকই দেখা মেলে।
মোংলায় ঘুরতে আসা একজন পর্যটক শামিমা আফরিন বলেন, আমরা স্ব-পরিবারে সুন্দরবন ঘুরতে এসেছি, কিন্তু এতো গুলি পাখি একসাথে এমন জনবহুল রাস্তার উপরে দেখতে পাবো সপ্নেও ভাবিনি, আমি খুবই পাখি প্রেমি এমন দৃশ্য দেখে আমি সত্যই খুব আনন্দিত।
পরিবেশ আন্দোলন নেতা সাংবাদিক নূর আলম শেখ বলেন, বর্তমান সময়ে পাখিদের এই ধরনের অভয়ারণ্য খুব কম দেখা যায়, পাখিগুলি এখানে তাদের নিরাপদ আশ্রয় মনে করে আবাস গড়েছে যা আসলে খুবই মনমুগ্ধকর, সকলের উচিৎ পাখি গুলির নিরাপদ আশ্রয়ে সাহায্য করা। এতে করে পাখি গুলি যেমন স্বাধীনভাবে বসবাস করতে পারবে পাশাপাশি মোংলায় ঘুরতে আসা বিভিন্ন দেশি বিদেশি পাখি প্রেমি পর্যটকরা এমন মনোরম দৃশ্য উপভোগও করতে পারবে।
খুলনা গেজেট/এনএম