মোংলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে মোংলা উপজেলা প্রশাসন। পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি চেকপোস্ট বসিয়েও করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সচেতন করা যাচ্ছে না সাধারন মানুষকে।
সরকারি বিধি-নিষেধ না মেনে দোকান খোলায় মোংলার ২ দোকান ও সাত মটরগাড়ি কে মোট চার হাজার একশ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৬ জুন) দুপরে উপজেলার শেখ আঃ হাই সড়ক এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী বলেন, সরকার করোনার সংক্রমণ রোধে লকডাউন দিয়েছে। লকডাউনে দেওয়া সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা ও স্বাস্থ্য বিধি মেনে না চলায় তাদের জরিমানা করা হয়েছে।
এদিকে আজ শনিবার (২৬ জুন) নতুন করে ৩০ জনের নমুনা পরিক্ষায় ১৪ জনের করোনা পজেটিভ এসেছে।
খুলনা গেজেট/ এস আই