খুলনা, বাংলাদেশ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১০ জুন, ২০২৩

Breaking News

  দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় এক ইজিবাইক চালক নিহত
  সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
  জয়পুরহাটের কালাই পৌর শহরের আকন্দপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

মোংলায় বিএনপি জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

মোংলা প্রতিনিধি

রবিবার (২৬ মার্চ )সন্ধ্যার পরে  মোংলায় অভিযান চালিয়ে নাশকতা মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিরা সকলে জামায়াত-বিএনপির নেতা কর্মী বলে জানাগেছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোংলা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃওমর ফারক, মিঠাখালি ইউনিয়ন জামাতের সহ সভাপতি মোঃ লুৎফর আমীর, মোঃমুজাহিদ, সফিকুল শেখ,  সুন্দরবন ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জিয়ার শেখ।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃত আসামিরা সকলে পূর্বের একটি নাশকতা মামলার আসামি।  মামলার বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে গ্রেপ্তারে নিন্দা জানিয়ে এদিন রাতে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, হয়রানি ও মিথ্যা নাশকতার মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ গ্রেপ্তারে মোংলা উপজেলায় বিএনপি নেতা কর্মীদের মাঝে ভীতি সৃষ্টি করা হচ্ছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহারসহ তাদের মুক্তি দাবি করেন তিনি।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!