মোংলায় পাওনা একশ’টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার চিলা ইউনিয়নের জয়মনির ঘোল এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হল, তৈয়বয়ালী শেখের ছেলে ইউনুস শেখ, ইয়াছিন মোল্লার ছেলে ইব্রাহীম মোল্লা, আনোয়ার মোল্যার ছেলে ইয়াছিন মোল্যা ও সাহেবালী খাঁয়ের ছেলে জুয়েল খাঁন।
আহত জুয়েল খাঁন বলেন, ইয়াছিন মোল্লার ছেলে রাফসানের কাছে ১’শ টাকায় পাই। টাকাটা চাইতে গেলে সে আমার ওপর উত্তেজিত হয়ে ওঠে। পরে সে অকথ্য ভাষায় আমাকে গালমন্দ করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে রফসান লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করলে রক্ত বের হতে দেখে বাড়ির উদ্যশ্যে দৌড় দিলে রাফসানের বাবা, মামা এবং ভাইয়েরা আমার পিছু নেয়। তারা বাড়ির ভেতর ঢুকেও আমাকে মারধর করে।
রাফসানের মামা ইউনুস শেখ বলেন, ভাগ্নের সাথে কি নিয়ে মারামারি হয়েছে তা তিনি জানেননা। স্থানীয় দুলাল খাঁ আমাকে জুয়েলকে হাসপাতালে নিতে পাঠালে আমি সেখানে গেলে জুয়েল সহ তার পরিবারের কয়েকজন মিলে আমাদের মারধর করে।
এ বিষয় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ এম এ মোহাইমেন ইবনে মোস্তাফিজ বলেন, আহত ৪জনের মধ্যে গুরুতর জখম হয়েছেন জুয়েল খাঁ। বাকিদের অবস্থা স্বাভাবিক রয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, মারধরের একটি ঘটনা আমি শুনেছি। তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
খুলনা গেজেট/ এসজেড