করোনার প্রদুভাব রোধে “নো মাস্ক নো মুভমেন্ট” এমন ব্যতিক্রমী শ্লোগানের মধ্যে দিয়ে গনসচেতনতা মুলক র্যালী হয়েছে মোংলা পৌর শহরে। বৃহস্পতিবার দুপুরে মোংলা থানা পুলিশের উদ্দ্যোগে এ র্যালীর আয়োজন করা হয়।
করোনা যোদ্ধা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের নেতৃত্বে এ র্যালী পৌর শহর প্রদক্ষিন শেষে প্রায় পাচঁ শতাধিক পথচারী ও সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে মহামারীর ঠেকাতে পরিস্কার পরিচ্ছন্ন, সামাজিক দুরত্ব বজায় রাখার পাশাপাশি নিজে মাস্ক ব্যবহার করুন এবং অন্যকেও মাস্ক পরতে উৎসাহ করার আহবান জানায় উপমন্ত্রী।
র্যালী ও মাস্ক বিতরণকালে উপমন্ত্রীর সাথে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সহকারী কমিশনার নয়ন কুমার রাজবংশী, মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী সহ আওয়ামীলীগ নেতা কর্মী উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এ হোসেন