মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
উপজেলা পরিষদ চত্বরে শনিবার সকাল ১০টায় জমি ও ঘর প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান ও থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী। ঘর প্রদান অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামান নাহিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, দৈনিক সুন্দরবন পত্রিকার সম্পাদক সেখ হেমায়েত হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন, ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন প্রমূখ।
উল্ল্যেখ্য, মোংলা উপজেলায় ৮৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৫০ ঘর মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল হস্তান্তর করেন।
খুলনা গেজেট/এ হোসেন
Attachments area