খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নগরীর জিরোপয়েন্টে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার
  নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময় বাড়ল ২২ জুন পর্যন্ত

মোংলায় মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদের মানববন্ধন

মোংলা প্রতিনিধি

‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি’ প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরসহ ৬দফা দাবিতে মোংলায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি পালন করেন হাসপাতালে কর্মরত স্টাফেরা।

দাবি আদায়ের এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মাহবুবুল আলম শাহীন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) দিদারুল আলম তালুকদার, ফার্মাসিস্ট শেখ ফরহাদুজ্জামান, সাজ্জাদ হোসাইন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) তানভীর ইসলাম ও রমানাথ সূত্রধরসহ অন্যান্যরা।

এ কর্মসূচি পালনকালে আশাবাদ ব্যক্ত করে বক্তারা বলেন, বর্তমান বৈষম্যবিরোধী সরকার অবশ্যই তাদের এই যৌক্তিক দাবি বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবেন। অন্যথায় এ দাবি বাস্তবায়নে ভবিষ্যতে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণার পাশাপাশি আন্দোলন সংগ্রাম পালনের হুঁশিয়ারি দেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!