খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

মোংলায় নদীতে নৌকা ডুবে জেলে নিখোঁজ

মোংলা প্রতিনিধি

মোংলায় নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে মহিদুল শেখ (২৪) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪ টার দিকে মোংলা বঙ্গবন্ধু ঘষিয়াখালী নৌ চ্যানেলে এ ঘটনা ঘটে। নিখোঁজ মহিদুল শেখ মোংলা উপজেলার উলুবুনিয়া এলাকার রশিদ শেখের পুত্র। নিখোঁজ মহিদুলের সন্ধানে নদীতে তল্লাশি অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস ও মোংলা নৌ পুলিশ।

মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪ টার দিকে মোংলা ঘষিয়াখালীর নৌ চ্যানেলের জয়খাঁ নামক স্থানে নদীতে মাছ ধরার সময় ওই রুট দিয়ে যাওয়া লাইটার জাহাজের পাখার সাথে দড়ি পেঁচিয়ে জেলেদের নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় নৌকায় থাকা দুই জেলের ভিতরে তরিকুল শেখ সাতরে কুলে উঠতে পারলেও মহিদুল শেখ (২৪) নিখোঁজ রয়েছে। নিখোঁজ মহিদুলের সন্ধানে স্থানীয় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশর একটি টিম উদ্ধার কাজ পরিচালনা করছে। এ ঘটনায় লাইটার জাহাজটিকে আটক করা না গেলেও তাকে শনাক্তকরণের কাজ চলমান রয়েছে বলে জানান নৌ পুলিশের এ কর্মকর্তা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!