আইন শৃঙ্খলা রক্ষায় নৌ বাহিনীর সহায়তায় মোংলা থানায় পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে এই কার্যক্রম শুরু হয় বলে বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার সকাল থেকে মোংলার মতো জেলার সকল ইউনিটে (৯টি থানায়) সব ধরণের কার্যক্রম শুরু করেছি। এর আগে গত কয়েকদিন ধরে থানাগুলোতে চলছিল আংশিক কার্যক্রম। তখন শুধু সাধারণ ডায়েরী গ্রহণের কাজ চলমান ছিল। কিন্তু এখন থেকে যে কোন অপরাধমূলক কর্মকাণ্ডসহ সকল সেবামূলক কার্যক্রম চলবে।
এছাড়া তিনি পুলিশের কার্যক্রমে সকলকে সহায়তা প্রদাণের আহবান জানান। পুলিশের স্বাভাবিক কার্যক্রমকে সহায়তা প্রদাণের কাজ শুরু করেছে নৌবাহিনী। নৌবাহিনী ও পুলিশ মাঠে নামায় ভীতি কাটতে শুরু করেছে মানুষের।
এদিকে এর আগে গত কয়েকদিন ধরে পুলিশের কার্যক্রম বন্ধ থাকায় অনেকটা নিরাপত্তাহীনতায় ছিলেন সাধারন লোকজন। বিশেষ করে গত ৫ আগস্ট থেকে মানুষের মাঝে আতংক বিরাজ করে আসছিলো। আজ থেকে পুলিশ মাঠে নামায় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে। পুলিশের কাজে সহায়তায় মাঠে রয়েছে নৌবাহিনী বলেও জানান জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।
খুলনা গেজেট/এএজে