খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯০
  কিশোরগঞ্জের ভৈরবে বাসা থেকে ২ সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার
  কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭

মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র চ্যাম্পিয়ন মাসুম-সৌমেন

নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল খালিশপুরে ৫ দিনব্যাপী মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও শেখ সুলতান আহম্মেদ স্মৃতি পদক-২০২১ এর আয়োজন। মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত সমাজ গঠনের লক্ষে গত ১৬ ডিসেম্বর স্বেচ্ছাসেবামূলক সংগঠন উদীয়মান যুব সমাজ-এর উদ্যোগে মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও শেখ সুলতান আহম্মেদ স্মৃতি পদক-২০২১ এবং ৫ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

২০ ডিসেম্বর অনুষ্ঠিত ফাইনাল খেলায় ১৫ পয়েন্ট করে তিন ম্যাচ খেলতে নেমে ফকিরহাটের সুমন ও রাব্বিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নগরীর রায়েরমহলের মাসুম ও সৌমেন। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে আরাফাত গ্রুপের পক্ষে একটি ফ্রিজ ও রানার্সআপ দলের হাতে এম এম এন্টারপ্রাইজ (রেভিনোল) এর পক্ষে একটি এলইডি এইচডি কালার টিভি তুলে দেন প্রধান অতিথি উদীয়মান যুব সমাজের প্রধান উপদেষ্টা মেয়র তালুকদার আব্দুল খালেক।

উদীয়মান যুব সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রবিউল গাজী উজ্জলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশিক খান রাজা’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এড. মেমোরী সুফিয়া রহমান শুনু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনা, সাবেক প্যানেল মেয়র ও ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনিছুর রহমান বিশ্বাস, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান মনির, সংরক্ষিত কাউন্সিলর পারভীন আক্তার, বিশ্বাস প্রোপার্টিস এর সিইও মোঃ আজগর বিশ্বাস, তারা ই/ডি লাইন সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজী মোঃ শামীম, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এস এম মোর্শেদ আহমেদ মনি, কেসিসি’র ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ মফিজুর রহমান পলাশ, সাবেক ছাত্রনেতা মোঃ জুবায়ের আহম্মেদ, সাবেক ছাত্রনেতা এস এম ফারুক আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী সামসুল আলম লিপন, দৈনিক তথ্য পত্রিকার বার্তা সম্পাদক নুর হাসান জনি, দৈনিক খুলনা টাইমস্ পত্রিকার সম্পাদক সুমন আহমেদ।

৫ দিনব্যাপী এ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন উদীয়মান যুব সমাজের সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, শুকুর গাজী, কোষাধ্যক্ষ আহম্মেদ রনি, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ ইসলাম রকি, ক্রীড়া সম্পাদক সাফিন আল মামুন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান শুভ, কার্যকরী সদস্য ফারদিন আলিফ, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম সাগর, সহ-প্রচার সম্পাদক শাহাজাদ আলম আহাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাহিন রাজ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দল্লাহ আল জুনায়েদ, সদস্য রায়হান গাজী, মোঃ নাহিন গাজী উৎস, মুশফিক আলম হামজা, মোঃ ইয়াকুব প্রমুখ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!