খুলনা, বাংলাদেশ | ৩ পৌষ, ১৪৩১ | ১৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  টঙ্গীর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি
  উত্তরা ও তুরাগ নদ সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ
  ১০ ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবরসহ ছয়জন খালাস, ছয়জনের মৃত্যুদণ্ডের পরিবর্তে ১০ বছরের কারাদণ্ড, পরেশ বড়ুয়ার যাবজ্জীবন : হাইকোর্ট
  বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে যোবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষ, নিহত ৩; এ ঘটনায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

মেসি-রদ্রিকে হারিয়ে ‘ফিফা দ্য বেস্ট’ জিতলেন ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক

মাত্র দুই মাস আগে ডি’অর না পাওয়ার হতাশায় পুড়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। শেষ মুহূর্তে এই ব্রাজিলিয়ানকে হারিয়ে ব্যালন ডি’অর জিতেছিলেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ব্যালন ডি’অর না পাওয়ার ক্ষতপ প্রলেপ দিলেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। সেই রদ্রির সঙ্গে লিওনেল মেসিকে হারিয়ে ফিফার বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হলেন ভিনি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে কাতারের দোহায় ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ২০২৪ সালের বিজয়ী হিসেবে ভিনিসিয়ুসের নাম ঘোষণা করা হয়েছে। তার হাতে পুরস্কার তুলে দেন ফুটবলের ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ফিফার বর্ষসেরা খেলোয়াড় বেছে নিতে ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়। লড়াইয়ে ছিলেন ১১ জন। তাদের নাম গত ২৯ নভেম্বর প্রকাশ করেছিল ফিফা।

রদ্রি-মেসির পাশাপাশি ভিনিসিয়ুস পেছনে ফেলেন কিলিয়ান এমবাপে, দানি কারভাহাল, আর্লিং হালান্ড, ফেদেরিকো ভালভার্দে, ফ্লোরিয়ান ভিরৎজ, জুড বেলিংহ্যাম, লামিন ইয়ামাল ও টনি ক্রুসকে।

ব্রাজিলের জার্সিতে খুব বেশি ভালো না করলেও রিয়ালের হয়ে দুর্দান্ত ছিলেন ভিনি। লস ব্লাঙ্কোদের হয়ে লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতেন। গত ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৩৯টি ম্যাচে ২৪টি গোল করেন তিনি। পাশাপাশি অ্যাসিস্ট করেন ১১টি। চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।

সেসব নৈপুণ্যের স্বীকৃতি এবার পেলেন ভিনিসিয়ুস। সর্বোচ্চ ৪৮ পয়েন্ট পাওয়ায় তার হাতে ওঠে বর্ষসেরার সম্মাননা। রদ্রি দ্বিতীয় হন ৪৩ পয়েন্ট নিয়ে। তৃতীয় হওয়া ভিনিসিয়ুসের ক্লাব সতীর্থ ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যামের পয়েন্ট ৩৭।

ফিফার প্রতিটি সদস্য দেশের অধিনায়ক, কোচ, নির্বাচিত সংবাদমাধ্যমের প্রতিনিধি ও দর্শকদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করা হয়। ভোটার সংখ্যা যাই হোক না কেন চারটি গ্রুপ থেকেই ২৫ শতাংশ হারে ভোট গণনা করা হয়।

 

খুলনা গেজেট/এইচ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!