ঠিক বেলা আড়াইটায় বেজে উঠলো সাইরেন। শুরু হয়ে গেল তিনহাজার সাতশো কিলোর বিস্ফোরকের পরিকল্পিত বিস্ফোরণ। সুপ্রিম কোর্টের নির্দেশে টুইন টাওয়ার আজ ইতিহাসে পর্যবসিত হলো। সেই সঙ্গে সম্ভবত ভারতে ভ্রষ্টাচার ও দুর্নীতির যে কোনও জায়গা নেই তার প্রমাণ হয়ে থাকলো এই টুইন টাওয়ার ধূলিসাৎ হওয়ার ঘটনা।
এলাহাবাদ হাইকোর্টে টুইন টাওয়ার ধ্বংস করার মামলাটি শুরু হয় ১০ বছর আগে। টুইন টাওয়ারের নির্মাতা ইমারেল্ড গ্রুপ আদালতকে জানায় যে, তাদের কাছে অনুমতি আছে এই টাওয়ার বানানোর। মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। গত বছর সুপ্রিম কোর্ট রায় দেয় টুইন টাওয়ার ধ্বংস করার। এক বছরের কম সময় লাগলো বিশাল উচ্চতার অ্যাপেক্স ও সেরেন টাওয়ার দুটি মাটিতে গুঁড়িয়ে দিতে। আজ ইতিহাসের সাক্ষী হতে প্রচুর মানুষ হাজির ছিল নয়ডায়। তাদের চোখের সামনে ধূলিসাৎ হয় টাওয়ার দুটি। আটটি অ্যাম্বুলেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম হাজির ছিল।