বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে “র্যাব সেবা সপ্তাহ” এর আয়োজনে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা কর্তৃক বৃক্ষ রোপন কর্মসুচি হাতে নিয়েছে।
এই কর্মসুচির অংশ হিসাবে সোমবার সাতক্ষীরা শহর বাইপাস সড়কস্থ মেজবান হোটেলের সামনে সড়কের দুই পাশে ৫০ টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজো ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়েছে। র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ এর উপস্থিতিতে এসব রোপন করা হয়। এসময় র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে র্যাব সেবা সপ্তাহে বিভিন্ন কর্মসুচি হাতে নেয়া হয়েছে। এটি তারই একটি অংশ। এর আগে মাদ্রাসায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
খুলনা গেজেট/এ হোসেন