খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মুজিব বর্ষে কোন মানুষ গৃহহীন হয়ে শীতে কষ্ট পাবে না। শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যেক গৃহহীন দরিদ্র অসহায় মানুষকে আবাসন এবং শীতবস্ত্র প্রদান করা হবে। তিনি আরো বলেন, দেশের এই সরলপ্রাণ মানুষকে নিয়ে কতিপয় রাজনীতিবিদ নোংরামী করে তাদেরকে বিভ্রান্ত করে। তাদের পাশে গিয়ে না দাঁড়িয়ে গরীব মানুষকে নিয়ে নোংরামী করে তারা।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ দরিদ্র মানুষের দল। তাই আপনাদের দরিদ্র মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। মানুষের সেবা করাই মুজিব আদর্শের সৈনিকদের প্রধান কাজ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্ধিত সভায় বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, নুর ইসলাম বন্দ, আবুল কালাম আজাদ কামাল, মকবুল হোসেন মিন্টু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, ফেরদৌস আলম চান ফারাজী, প্যানেল মেয়র আলী আকবর টিপু, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. জাহাঙ্গীর হোসেন খান, কামরুল ইসলাম বাবলু, মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, শেখ মোশারফ হোসেন, এড. মো. সাইফুল ইসলাম, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর সামছুজ্জামান মিয়া স্বপন, শেখ মোশাররফ হোসেন, কাউন্সিলর মোশারফ হোসেন, সুলতানা রহমান শিল্পী, কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, কাউন্সিলর এস এম খুরশীদ আহমেদ টোনা, মো. সফিকুর রহমান পলাশ, মো. মোতালেব হোসেন মিয়া, রনজিত কুমার ঘোষ, মীর মো. বরকত, এড. একেএম শাহজাহান কচি, এস এম আসাদুজ্জামান রাসেল, মোস্তফা কামাল, ইঞ্জি. শেখ আব্দুল জব্বার, শেখ নজিবুল ইসলাম, শেখ আবিদ উল্লাহ, শেখ নুর ইসলাম, শেখ জাহিদ হোসেন, মো. জাহিদুল হক, চ. ম. মুজিবর রহমান, মুন্সি আইয়ুব আলী, শেখ আব্দুল আজিজ, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, মঈনুল ইসলাম নাসির, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, আব্দুল হাই পলাশ, এড. শেখ ফারুক হোসেন, জিয়াউল ইসলাম মন্টু, ফেরদৌস হোসেন লাবু, কাজী এনায়েত আলী আলো, এস এম মোরশেদ আহমেদ মনি, নজরুল ইসলাম তালুকদার, মো. শিহাব উদ্দিন, এড. শামীম মোশাররফ, শেখ এশারুল হক, আতাউর রহমান শিকদার রাজু, ফয়েজুল ইসলাম টিটো, এমরানুল হক বাবু, অহিদুল ইসলাম পলাশ, শেখ মো. রুহুল আমিন, সরদার আব্দুল হালিম, মীর মো. লিটন, হাজী মোতালেব মিয়া, মো. জাকির হোসেন, ইউসুফ আলী খান, হাসান ইফতেখার চালু, মো. জিয়াউল আলম খান, মোল্লা হায়দার আলী, এড. ফারুক হোসেন শেখ ও মো. শাহজাহান জমাদ্দার।
খুলনা গেজেট/এনএম