পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধায়ক হিসাবে বৃহস্পতিবার বিধানসভায় শপথ নিলেন। এ দিন তাঁকে শপথ পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন আরো দুই তৃণমূল বিধায়ক জাকির হোসেন ও আমিরুল হোসেন শপথ নেন। এরা দুজন মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের মনোনয়নে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন।
উল্লেখ্য, এবছর বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আসনে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে সামান্য কিছু ভোটে হেরে যান। কিন্তু তৃণমূলের দলীয় সিদ্ধান্তে মমতা ব্যানার্জিই মুখ্যমন্ত্রী হন। কিন্তু সংবিধান অনুযায়ী তাঁকে ৬ মাসের মধ্যে কোনও আসন থেকে জিততে হবে। তাই ভবানীপুর বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করলে সেখানেই উপনির্বাচন হয়। সেখান থেকে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন।
অন্যদিকে বিধানসভা নির্বাচন চলাকালে জঙ্গিপুর বিধানসভার বাম প্রার্থী প্রদীপ নন্দী ও সামসেরগঞ্জ বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী রেজাউল হক করোনায় মারা। ঐ দুটি আসনের পুনর্নিবাচনে তৃণমূল প্রার্থী জাকির হোসেন ও আমিরুল ইসলাম বিপুল ভোটে জয়ী হন।
খুলনা গেজেট/ এস আই