প্রায় এক যুগ ধরে সেন্সর বোর্ডে আটকে থাকার পর নাম বদলে মুক্তি পাচ্ছে প্রয়াত চিত্রনায়ক মান্নার শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’। অক্টোবরের শেষ সপ্তাহে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছেন বলে জানান ছবির প্রযোজক, সহপরিচালক ও সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু।
তিনি জানান, মান্নার শেষ সিনেমা এটি। মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটি আগামী ২৬ মার্চের দিকে মুক্তির পরিককল্পনা চলছে।
তিনি জানান, ২০০৫ সালে ‘লীলামন্থন’ নামে সিনেমাটির শুটিং শুরুর পর অল্প কিছু দৃশ্যের কাজ বাকি থাকতেই ২০০৮ সালে মৃত্যু হয় মান্নার। বাকি অংশের কাজ গুছিয়ে ২০১১ সালে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর নামের কারণে তা আটকে থাকে। তখন না বদলানো হলেও এক যুগ পর নাম বদলিয়ে সেন্সর ছাড়পত্র পেল সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেন পরিচালক জাহিদ হোসেন।
এ সিনেমায় মান্নার সহশিল্পী হিসেবে কাজ করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।
খুলনা গেজেট/এনএম