খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজশাহীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত
  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা

মুক্তিযুদ্ধে অংশ নেওয়া দুই শহীদ সাংবাদিকের ফলক কলকাতা প্রেসক্লাবে উন্মোচন করলেন তথ্যমন্ত্রী

কলকাতা প্রতি‌নি‌ধি

বাংলাদেশের মুক্তিযুদ্ধের জীবন উৎসর্গকারি পশ্চিমবঙ্গের দু’জন শহীদ সাংবাদিক দীপক বন্দোপাধ্যায় ও সুরজিত ঘোষাল শহীদ স্মৃতি ফলকের স্থাপনা হয় প্রেসক্লাব কলকাতায়। শনিবার (৬ ফেব্রুযারি) স্মৃতিফলক উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। প্রেসক্লাবে উপস্থিত ছিলেন এমপি তথ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুন সারোযার কমল, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের, ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান এবং প্রেসক্লাব কলকাতার সভাপতি স্নেহাশীস সুর ও সচিব কিংশুক প্রামনিক।

ফলক উন্মোচন করে তথ্যমন্ত্রী বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ভারতের সহযোগিতা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পাশাপাশিই প্রেসক্লাব কলকাতা এবং ভারত তথা কলকাতার সাংবাদিকদের অবদান ভোলার নয়। এ ধরনে অনুষ্ঠান কলকাতাতেই হওয়া বাঞ্চনীয়। কারণ কলকাতাতেই প্রথম মুজিব সরকার ঘোষণা হয়।

এ বিষয়ে সাইমুন সারোযার কমল বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতে জনগণের সাথে সাংবাদিকরাও লড়াইতে নেমেছিলেন। বাংলাদেশের ১ কোটি শরনার্থীদের আশ্রায় এবং সহযোগিতা দিয়েছিলেন ভারত। ফলে ভারতের সহযোগিতা আমরা কখনো ভুলিনি। এর সাথে তিনি বলেন, ঠিকভাবে তালিকাভুক্ত হয়নি তাহলে দেখা যেতো অনেক অনেক সাংবাদিকের রক্তক্ষয় হয়েছে। আমি মনে করি তারা ছিলেন মুক্তিযোদ্ধা

প্রেসক্লাবের সভপতি বলেন, তৎকালীন সাংবাদিকদের শব্দ সৈনিক ছিলেন বলে জানান। তারা না থাকলে ভারত জানতে পারত না কি অস্থিরতার মধ্যদিয়ে দিন কাটিয়েছে সেদিনের বাংরাদেশ। তবে দুজন নয় সব মিলিয়ে ১৩ জন সাংবাদিক জীবনবিপন্ন ছিল। যা নিয়ে প্রেসক্লাব কলকাতা শতবার্ষিকীতে একটি পুস্তকও প্রকাশ করেছিলেন।

এদিন প্রেসক্লাবে একাধিক পুস্তক ও স্মরনীকা প্রকাশ করা হয়। দুই জীবন উৎসর্গোকারী সাংবাদিকদের তৎকালীন মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করেন প্রেসক্লাবের বর্ষীয়ান সদস্যরা।

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!