খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির ভিত্তিতে সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে : চিফ প্রসিকিউটর
  জুলাই-আগস্ট গণহত্যার মামলায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ১৩ জনের শুনানি চলছে
  শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ করা ১৭ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের

মুকসুদপুরে সহিংসতায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত ১০

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে সাবেক ও নবনির্বাচিত ইউ.পি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষের ১০জন আহত হয়েছে।

মারাত্মক আহত সাবেক ইউ.পি চেয়ারম্যান মজিবুর রহমানসহ দুই জনকে মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে । আজ বুধবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার জলিরপাড় বাজারে এ ঘটনা ঘটে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের নবনির্বাচিত ইউ.পি চেয়ারম্যান রনি আহম্মেদ তার কিছু সংখ্যক লোকজন নিয়ে পার্শ্ববর্তী জলিরপাড় বাজারে যাচ্ছিলেন। এসময় একই ইউনিয়নের সাবেক ইউ.পি চেয়ারম্যান মজিবুর রহমানের নাতি সাগর রহমানসহ(২৫) তিনজন একটি মোটরসাইকেল চালিয়ে যাবার সময় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে মারপিট শুরু হয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।

এ সংঘর্ষে সাবেক ইউ.পি চেয়ারম্যানসহ উভয় পক্ষের ১০জন আহত হয়। মারাত্মক আহত সাবেক ইউ.পি চেয়ারম্যান মজিবুর রহমান(৬০) ও তার ভাগনী রাজিয়াকে (৩০) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্য পক্ষের কুদ্দুস মোল্যা(৪২) নামে একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে উভয় পক্ষ পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন।

সাবেক ইউ.পি চেয়ারম্যান মজিবুর রহমানের ভাই বাচ্চু শেখ জানান, নবনির্বাচিত রনি আহম্মেদ ও তার লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের লোকজনের উপর হামলা করেছে। আমরা এর বিচার চাই।

এ দিকে নবনির্বাচিত চেয়ারম্যান রনি আহম্মেদ মুঠোফোনে জানান, পূর্ব পরিকল্পিত ভাবে আমার লোকজনের উপর সাবেক চেয়ারম্যান মজিবুর রহমানের লোকজন হামলা করেছে। এ হামলায় আমাদের সমর্থক মেহেদী হাসান ও কুদ্দুস মোল্যা নামে দুইজন আহত হয়েছে।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা এখন শান্ত রয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!