দাবি আদায়ে বেসরকারি পাট সূতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৪ টায় খান জাহান আলী থানার শিরোমণি শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত একটা জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি গোলাম রসূল খান।
জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, শ্রমিক নেতা সোবহান মোল্যা ,বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, জুট স্পিনারের শ্রমিক নেতা কিসমত আলী, হুগলী বিস্কুট কোম্পানীর সিবিএ’র সভাপতি মোস্তাফিজুর রহমান, ফেডারেশনের ধর্ম বিষয়ক সম্পাদক ক্কারী আসাব উদ্দিন, এযাক্স জুট মিলস লিঃ ‘র সিবিএ নেতা আজাহার মাতুব্বর, মহসিন জুট মিলের সিবিএ সভাপতি আমিন মুন্সি, শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ । সভা সঞ্চালনা করেন ফেডারেশনের প্রচার সম্পাদক ওবায়দুর রহমান।
জনসভায় বক্তারা বেসরকারি সকল জুট মিল অবিলম্বে চালু, শ্রমিক কর্মচারীদের পাওনা বকেয়া পরিশোধ, আন্দোলনরত শ্রমিক নেতাদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও শ্রমিক ঠকানো মিল মালিকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।