বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মির্জা আব্বাসের বাসা ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আজ রবিবার (২৯ অক্টোবর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসা ঘিরে রাখে পুলিশ। পরে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় ডিবি পুলিশ।
শামসুদ্দিন দিদার জানান, রবিবার সকাল ১০টার পর থেকে আমির খসরুর বনানীর বাসা ঘিরে রাখে পুলিশ। বাসার ভিতরে অবস্থান করছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
এদিকে, রাত থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ বাড়ির প্রধান গেট ভাঙার চেষ্টা করছে। যে কোনো সময় ভেতরে ঢুকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে যেতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
তিনি গণমাধ্যমকর্মীদের মির্জা আব্বাসের বাড়ির সামনে আসার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্য ও এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। সহিংসতায় পুলিশ নিহতের ঘটনায় রবিবার পল্টন থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করে।
খুলনা গেজেট/এনএম