খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

মিথিলার সিনেমা দেখতে হাজির একঝাঁক তারকা

বিনোদন ডেস্ক

কলকাতায় মুক্তি পেয়েছে দুই বাংলার জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার প্রথম সিনেমা ‘মায়া’। গত শুক্রবার কলকাতার একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। রাজর্ষি দে পরিচালিত ছবিটির গ্রান্ড প্রিমিয়ার শো আয়োজন করা হয়েছিল কলকাতার বিখ্যাত এক শপিং মলে। যেখানে হাজির হয়েছিলেন টলিউডের একঝাঁক তারকা।

মিথিলা ও তার স্বামী সৃজিত মুখোপাধ্যায় ছাড়াও সেখানে আরও উপস্থিত ছিলেন তনুশ্রী চক্রবর্তী, রিচা শর্মা, কনিনিকা ব্যানার্জী, সুদীপ্তা চক্রবর্তী, রনিতা দাশ, রাতশ্রী দত্ত, দেবলীনা কুমার, সুদীপ্তা ব্যানার্জী, সায়ন্তনী গুহঠাকুরতা, কমলেশ্বর মুখার্জি, রাহুল চক্রবর্তী, গোয়েন্দার চৌধুরী, অরুণোদয় ব্যানার্জী, অনিন্দ্য চ্যাটার্জি, ইশান মজুমদার, রোহিত ব্যানার্জী, অসীম রায় চৌধুরী এবং কান সিং সোধা। অনুষ্ঠানে সকলেই সিনেমাটির প্রশংসা করেছেন। সেইসঙ্গে দর্শকদেরও প্রেক্ষাগৃহে এসে ‘মায়া’ দেখার আমন্ত্রণ জানিয়েছেন।

পরিচালক রাজর্ষি দে বলেন, ‘এটি এখন পর্যন্ত আমার সবচেয়ে চ্যালেঞ্জিং একটি ছবি। আমি নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করি, এত ভালো ভালো অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।’

জানা গেছে, সিনেমার কাহিনিতে দেখা যাবে লোভ, উচ্চাকাক্সক্ষা, পাপ ও দুর্নীতির নানা ঘটনা। উইলিয়াম শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ নাটক অবলম্বনে নির্মাণ করা হয়েছে ‘মায়া’।

মিথিলা ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তীর মতো অভিনয়শিল্পীরা।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!