খুলনা, বাংলাদেশ | ২৩ আশ্বিন, ১৪৩১ | ৮ অক্টোবর, ২০২৪

Breaking News

  ড. শেখ আব্দুল রশিদকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে ২ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ
  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮১
  ছয় মামলায় সাবের হোসেনের জামিন, কারামুক্তিতে বাধা নেই
  বাংলাদেশী ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি

মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাকড

গেজেট ডেস্ক

জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাক করা হয়েছে। সোমবার রাত ২টার দিকে চ্যানেলটির নিয়ন্ত্রণ হারায় আজহারীর টিম।

মঙ্গলবার সকালে মালয়েশিয়া থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আজহারীর মিডিয়া ম্যানেজার সাঈদ হক।

চ্যানেলটি হ্যাকড হওয়ার বিষয়ে সাঈদকে রাতেই অবগত করেন মিজানুর রহমান আজহারী। যেখানে দেখা যায়, হ্যাকাররা নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমে ক্রিপ্টোকারেন্সির মুদ্রা নিয়ে লাইভ করে। সেই লাইভের টাইটেল দেওয়া হয় ‘ব্র্যাড গার্লিংহাউস: রিপল বুল রান কনফার্মড! এক্সআরপি প্রাইস প্রিডেকশন’।

এক পর্যায়ে লাইভটি ৮০ হাজারেরও বেশি ভিউ হয়। লাইভ শেষে দেখা যায় চ্যানেলটির সব কনটেন্টসহ চ্যানেলটি প্রাইভেট করে রেখেছেন হ্যাকাররা।

মঙ্গলবার দুপুরেও ইউটিউবে মিজানুর রহমান আজহারীর অফিসিয়াল চ্যানেলটি সার্চ করে পাওয়া যায়নি।

সাঈদ আরও জানায়, চ্যানেলের নামসহ প্রয়োজনীয় সব তথ্য হ্যাকাররা পরিবর্তন করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। বর্তমানে চ্যানেলের কোনো নিয়ন্ত্রণ আজহারী কিংবা তার টিমের কারও হাতে নাই। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

২০২০ সালের ১৯ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ইউটিউব চ্যানেল খোলার কথা জানান আজহারী। ওই পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ.. অবশেষে ‘Mizanur Rahman Azhari’ নামে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হলো। আমার ফেসবুক পেজের নামের সঙ্গে হুবহু মিল রেখেই, ইউটিউব চ্যানেলটির নামকরণ করা হয়েছে।

ফেসবুক পোস্টে ইউটিউব চ্যানেলের লিংক শেয়ার করে সেটি সাবস্ক্রাইব করার আহ্বান জানান আজহারী।

এরপর চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা হু হু করে বাড়তে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় আহজারীর। এবারই প্রথম তিনি হ্যাকিংয়ের শিকার হননি, এর আগে তার অফিসিয়াল ফেসবুক পেজ একাধিকবার হ্যাকারদের কবলে পড়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!