সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার ভাই সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট। শুক্রবার এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডেইলি মিরর।
প্রবল বিক্ষোভের মুখে মাহিন্দা রাজাপাকসে গত মাসে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন। এরপর থেকে তিনি দেশেই অবস্থান করছিলেন। মঙ্গলবার মাহিন্দার ভাই ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে আন্দোলনের মুখে দেশ ছেড়ে মালদ্বীপে পাড়ি জমান। পরে সেখান থেকে তিনি বৃহস্পতিবার সিঙ্গাপুরে চলে যান।
ডেইলি মিরর জানিয়েছে, শুক্রবার সুপ্রিম কোর্ট এক অন্তর্বর্তী আদেশে মাহিন্দা রাজাপাকসে ও তার ভাই বাসিলকে আদালতের বিনা অনুমতিতে ২৮ জুলাই পর্যন্ত দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
খুলনা গেজেট/ এস আই