খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

মাশরাফির জন্মদিনে আইসিসির শুভেচ্ছা

ক্রীড়া প্রতিবেদক

আজ (সোমবার) ৫ অক্টোবর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার জন্মদিন। ৩৭ বছর পেরিয়ে ৩৮-এ পা দিলেন তিনি। ১৯৮৩ সালে জন্মগ্রহণ করা নড়াইল এক্সপ্রেসের জন্মদিনে তাকে ‘কিংবদন্তি’ আখ্যা দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
একজন মানসম্পন্ন ফাস্ট বোলারের হাহাকার থামিয়ে ২০০১ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে মাশরাফীর অভিষেক হয়। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেলেই নিজের জাত চেনান তিনি। বারবার ইনজুরিতে পড়লেও প্রতিবারই ফিরে এসেছেন তিনি। দলকে নেতৃত্ব দিয়েছেন তিন ফরম্যাটেই। তবে ওয়ানডে ক্রিকেট দিয়ে নিজেকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছেন এই ফাস্ট বোলার।

মাশরাফীর এই অবদান ভুলেনি আইসিসিও। তাই তার জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ‘কিংবদন্তি’ হিসেবে আখ্যায়িত করার পাশাপাশি মাশরাফীর বিভিন্ন রেকর্ড তুলে ধরেছে আইসিসি।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে মাশরাফীর ছবি পোস্ট করে লিখেছে, ‘বাংলাদেশের হয়ে যেসব রেকর্ড মাশরাফীর- অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ১১৭টি ম্যাচ, ওয়ানডেতে সবচেয়ে বেশি ২৬৯টি উইকেট, ওয়ানডেতে সেরা বোলিং ফিগার ২৬/৬, যৌথ ভাবে সবচেয়ে বেশি ২১৮টি ওয়ানডে ম্যাচ খেলা ক্রিকেটার। বাংলাদেশের একজন কিংবদন্তিকে শুভ জন্মদিন!’

ওয়ানডে ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেও এখনো আনুষ্ঠানিকভাবে অবসর নেননি মাশরাফী। লাল সবুজের জার্সি গায়ে ৩৬টি টেস্ট, ২১৮টি ওয়ানডে ও ৫৪টি টি২০ ম্যাচ খেলেছেন ম্যাশ। এছাড়া বিশ্ব একাদশের হয়ে খেলেছেন ২টি আন্তর্জাতিক ওয়ানডে।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!