কোভিড পরীক্ষায় নেগেটিভ এসেছেন মাশরাফি বিন মুর্তজা। ফলে ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টূর্নামেন্টে অংশগ্রহণ করতে আর কোনো বাধা রইল না মাশরাফি বিন মুর্তজার। জাতীয় দলের ওয়ানডের সফলতম অধিনায়ক টি-টোয়েন্টি এ টুর্নামেন্টে অংশগ্রহণ নেবেন জেমকন খুলনার জার্সিতে। যেখানে সতীর্থ হিসেবে পাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানকে। একক অনুশীলন শেষে আজ সন্ধ্যায় জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের কথা রয়েছে তার।
রবিবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসে মাশরাফিকে নিতে লটারি হয়। খুলনা বাদে তাকে পাওয়ার প্রত্যাশায় ছিল বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও ফরচুন বরিশাল। মাশরাফির দলভুক্তের প্রক্রিয়া লটারি পরিচালনা করেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও বিসিবির পরিচালক জালাল ইউনুস। বক্স থেকে জেমকন খুলনার নাম তিনি তোলেন।
মাঠে নামার পূর্বে শর্ত ছিল, মাশরাফিকে পাস করতে হবে ফিটনেস টেস্ট। সেই বাধাও পেরিয়ে যান এই পেসার। সকালে বিপ টেস্ট দিয়ে ১০.৭ পয়েন্ট তোলেন। দীর্ঘ বিরতির পর গত পহেলা ডিসেম্বর মাশরাফি ফেরেন অনুশীলনে। প্রায় ৯ মাস পর সেদিন মিরপুরে ফিরে ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি ৪ ওভার বোলিং করেন। মাঠে ফেরার তাড়নায় মাশরাফি হয়েছেন ঝরঝরে। শরীরের ওজন কমিয়েছেন ১০ কেজি।
মাশরাফি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত ৬ মার্চ। অধিনায়কত্বের শেষ ম্যাচে তাকে জয় উপহার দিয়েছিল বাংলাদেশ। ১৬ মার্চ খেলেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ। ৯ মাস পর মাশরাফি ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে।
মঙ্গলবার নিজেদের সপ্তম ম্যাচে জেমকন খুলনা মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে। মিরপুর শের-ই-বাংলায় সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হবে। দীর্ঘ বিরতির পর মাশরাফিকে এ ম্যাচে দেখা যেতেও পারে।