খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

মাশরাফিকে পেতে লড়াইয়ে খুলনা-বরিশাল

ক্রীড়া প্রতিবেদক

চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে মাত্র দুদিন আগে বোলিং শুরু করেছেন মাশরাফি বিন মুর্তজা। ম্যাচ ফিটনেস কবে নাগান পাবেন, নিশ্চিত নয় এখনও। এর মধ্যেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তাকে দলে নিতে শুরু হয়েছে টানাটানি। অভিজ্ঞ এই পেসারকে দলে পেতে আবেদন করেছে ফরচুন বরিশাল ও জেমকন খুলনা।

টুর্নামেন্ট শুরুর আগেই বিসিবি জানিয়েছিল, টুর্নামেন্ট চলার সময় মাশরাফি ফিট হয়ে উঠলে কোনো দল আগ্রহী হলে তাকে নিতে পারবে। একাধিক দল আগ্রহী হলে তাদের মধ্যে লটারি হবে।

ফরচুন বরিশাল দলের চেয়ারম্যান মিজানুর রহমান বৃহস্পতিবার ভিডিও বার্তায় লটারির কথাই বললেন। পাশাপাশি জানিয়ে রাখলেন, তারাই প্রথম আবেদন করেছেন এবং মাশরাফিকে পাওয়ার আশা তারা করছেন।

“আমরা শুরু থেকে জানতাম যে মাশরাফি ফিট ছিল না এবং ড্রাফটের দিন তারা বলেছিল যে মাশরাফি ফিট হলে ৫টি দলই চাইলে তাকে নেওয়া যাবে। আমরা এখন জানতে পেরেছি, মাশরাফি ফিট হয়েছেন এবং গত পরশু আমরা আবেদন করেছি তাকে দলে চেয়ে। আশা করি, আমরা তাকে পাব।”

এর মধ্যে খুলনাও তাকে পেতে আবেদন করেছে। নিয়ম অনুযায়ী, এখন লটারিতে যেতে হবে বা অন্য কিছু হবে। তবে আমরা আশাবাদী যে আমরা মাশরাফিকে পাব। আরেকটা বিষয় না বললেই নয়, আমরাই প্রথম দল যারা মাশরাফির জন্য অনুরোধ করেছি। খুলনা আজকে পাঠিয়েছে।

খুলনার ম্যানেজার ও সাবেক জাতীয় ক্রিকেটার নাফিস ইকবাল অবশ্য জানালেন, তারা আবেদন করেছেন বুধবার। আগেই ঠিক হওয়া নিয়মের বাইরে কিছু হওয়ার সুযোগ তারা দেখছেন না।

“আমরা গতকাল মাশরাফির জন্য আবেদন করেছি। সম্ভবত আরেকটি দলও করেছে। কোন দল আগে করেছে বা পরে, এটা তো গুরুত্বপূর্ণ কিছু নয়। আমাদের পরেও কোনো দল আগ্রহ দেখাতে পারে। তখন সেই দলকেও লটারিতে রাখতে হবে। নিয়ম যা বলা হয়েছে, সেটিই হওয়া উচিত।”

খুলনা দলে এমনিতেও মাহমুদউল্লাহ, সাকিব আল হাসানের মতো তারকার পাশাপাশি আছেন দেশের শীর্ষ আরও বেশ কজন ক্রিকেটার। তারপরও কেন তারা মাশরাফিকে পেতে আগ্রহী, জানালেন নাফিস।

“প্রথমত সে মাশরাফি। আগ্রহ থাকার আর বাড়তি কোনো কারণ লাগে না। পাশাপাশি যদি আরও কারণ বলতে গেলে, সে দেশের সবচেয়ে অভিজ্ঞ পেসার। এই কন্ডিশন, উইকেট সে দারণভাবে কাজে লাগাতে পারবে বলে আমরা মনে করছি। এত বছর ধরে খেলছে, এত অভিজ্ঞতা, দলে নানাভাবে অবদান রাখতে পারবে। সব মিলিয়েই আমাদের ম্যানেজমেন্ট, অধিনায়ক, সবার সম্মিলিত সিদ্ধান্ত এটি।”

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!