বিহারের কিছু অংশ ও দুই দিনাজপুরে থাকার পর বুধবার দুপুরে মালদহে ঢুকলো রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। ঢোকার পরেই এদিন তার গাড়ি হামলার শিকার হল। গাড়ি ভাঙচুর করা হয়েছে। রাহুলের গাড়িতে ইট ছোড়া হয়েছে। স্হানীয়দের অভিযোগের তির তৃণমূলের দিকে।
তবে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কোনো তীব্র প্রতিক্রিয়া জানানো হয়নি। ঢিলের আঘাতে রিয়ার স্ক্রিন ভেঙে ঝুর ঝুর করে পড়ে যায়। তবে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, এটা তৃণমূলেরই কাজ। ঢিলের আঘাতে গাড়ির পিছনের কাচ ভাঙার পর রাহুল ঠাণ্ডা মাথায় গাড়ি থেকে নেমে পড়েন। গাড়ি থেকে নামেন অধীর চৌধুরীও।
তার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূলের নাম না করে বলেন, রাহুল গান্ধীর যাত্রার পোস্টার জলপাইগুড়িতে ছেঁড়া হয়েছে। এখানে কাচ ভাঙা হল। বুঝতেই পারছেন কারা করেছে।
এদিন কংগ্রেস নেতৃত্ব বলেন, মালদহের ভালুকাতে সেচ দপ্তরের বাংলোতে রাহুলজীর মধ্যাহ্ন ভোজ করার কথা। সেটাও বাতিল করে দেয় তৃণমূল সরকার। তবে মানুষ আমাদের পাশে রয়েছে। মানুষই আমাদের সব ব্যবস্হা করেছে। আমরা মানুষের প্রতি কৃতজ্ঞ। এইসব হামলা বা আক্রমণের জবাব একদিন পশ্চিমবঙ্গের মানুষ দেবেই দেবেন।
খুলনা গেজেট/ টিএ