বাইডেন প্রশাসনের গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এভ্রিল হেইনেস। বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সিনেট সদস্যদের ভোটে তিনি গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ পান। এর আগে তার পক্ষে সিনেটে ভোট পড়ে ৮৪টি আর বিপক্ষে ১০টি ভোট।
হেইনস দেশটির জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রথম মহিলা হবেন। তাকে গত চার বছর সাবেক রাষ্ট্রপতি ট্রাম্প দায়িত্বপালনের সময়ে বারবার অসম্মানিত করেছেন।
নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার দিন মন্ত্রিসভার মনোনীত প্রার্থীদের নিশ্চিত করার একটি সাম্প্রতিক নজির অব্যাহত রয়েছে, যদিও বাইডেন তার পূর্বসূরিদের চেয়ে কম মনোনীত প্রার্থী পাচ্ছেন।
খুলনা গেজেট/কেএম