আজভ সাগরের উত্তর উপকূলে ইউক্রেনের শহর মারিওপোল সম্পূর্ণ দখলে নেয়ার দাবি করেছে রুশ বাহিনী।
রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, একটি স্টিল কারখানায় অল্প কিছু ইউক্রেনের সেনা রয়েছে। এ ছাড়া পুরো শহর অঞ্চল দখলে নেয়া হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সবচেয়ে মারাত্মক লড়াইক্ষেত্র এবং মানবিক বিপর্যয়স্থল মারিওপোল দখলের রুশ দাবিটি স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি।
দাবি সত্যি হলে মারিওপোলই হবে রুশ সেনাদের দখলে নেয়া প্রথম কোনো গুরুত্বপূর্ণ শহর।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেন, ‘মারিওপোলের পুরো শহরাঞ্চল সম্পূর্ণভাবে মুক্ত করা হয়েছে…ইউক্রেনের বাহিনীর অংশবিশেষকে আজভস্তাল ধাতু ক্ষেত্র এলাকায় পুরোপুরি ঘিরে রাখা হয়েছে।
‘তাদের জীবন বাঁচানোর একমাত্র উপায় হলো স্বেচ্ছায় অস্ত্র ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করা।’
কোনাশেনকভ জানান, মারিওপোল ‘মুক্ত’ করার সময় ইউক্রেনের ১ হাজার ৪৬৪ সেনা আত্মসমর্পণ করেছেন।