ব্রাজিলিয়ান ফুটবলের কিংবদন্তি মারিও জাগালো মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার ৯২ বছর বয়সে তার মৃত্যু হয় বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।
জাগালোর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিবৃতিতেও তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, অনেক দুঃখের সঙ্গে আমরা চারবার বিশ্বকাপজয়ী মারিও হোর্হে লোবো জাগালোর মৃত্যুর খবর জানাচ্ছি।
একজন খেলোয়াড় এবং কোচ উভয় হিসেবে ফিফা বিশ্বকাপ জয়ী প্রথম ব্যক্তি মারিও জাগালো। বিশ্ব ফুটবল শক্তি হিসেবে ব্রাজিলের উত্থানের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ।
জাগালোর মৃত্যুতে ব্রাজিল হারাল সুইডেনে ১৯৫৮ সালের বিশ্বকাপ জেতা দলের শেষ সদস্যকে।
এর আগে ২০২২ সালের ডিসেম্বর মারা যান ব্রাজিলের আরেক কিংবদন্তি ফুটবলার ও জাগালোর সতীর্থ এডসন আরান্তেস দো নাসিমেন্তো, সারা বিশ্বে যিনি পেলে নামে বিখ্যাত।
খুলনা গেজেট/এনএম