প্রতিদিনের মতো কামনা মণ্ডল ঘুম থেকে উঠে শৌচাগারে যাওয়ার আগে বাড়ির নলকূপ চেপে পানি বের করেন। কিন্তু চাপ দেওয়ার পরেই দেখা যায় হালকা লালচে রঙের পানি বের হচ্ছে। সন্দেহ হলে তিনি স্বামী অরূপ বিশ্বাসকে ডেকে দেখান। অরূপ বিশ্বাস চাপ দিয়ে পানি বের করলে দেখতে পান লালচে রঙের কিছু একটা বের হচ্ছে।
এরপর নলকূপের মাথা খুলে ভেতরে দেখা যায় দানা জাতীয় কিছু জিনিস। প্রতিবেশীদের ডাকলে তাঁরা এটাকে কীটনাশক ফুরাডানের দানা বলে চিহ্নিত করেন। মঙ্গলবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের দোরান নগর গ্রামে কালীপদ বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
পূর্বপরিকল্পিতভাবে কেউ এই কীটনাশক ঢেলে রেখেছিল বলে সন্দেহ কালীপদ বিশ্বাসের পরিবারের। জানতে চাইলে কালীপদ বিশ্বাসের ছেলে অরূপ বিশ্বাস বলেন, তাঁর সন্দেহ হলে প্রতিবেশীদের ডেকে দেখান। তাঁদের পরামর্শ অনুযায়ী নলকূপ খোলা হলে দেখা যায়, ভেতরে দানাজাতীয় কিছু পড়ে আছে। দানাজাতীয় জিনিসগুলো ফুরাডান বিষ বলে সবাই মতামত ব্যক্ত করেন। বাড়ির লোকজনকে হত্যা করার উদ্দেশ্যেই কেউ রাতের আঁধারে এ কাজ করে থাকতে পারে বলে সন্দেহ অরূপ বিশ্বাসের।
শ্রীপুরের উপসহকারী কৃষি কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস বলেন, ফুরাডান দানাদারজাতীয় বিষ। এটি পোকামাকড় দমনের জন্য ক্ষেত-খামারে ব্যবহার করা হয়। মানুষ এটা খেলে বা কোনোভাবে মানুষের পেটে গেলে তাতে মানুষের মৃত্যু হতে পারে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ‘ঘটনাটি শুনেছি। কারা কেন বিষয়টি ঘটিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করা হবে।’
খুলনা গেজেট/ এস আই