সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে শুক্রবার (২ জুলাই) সাতক্ষীরায় বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃখংলা বাহিনীর সদস্যরা। সরকারী আদেশ অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করায় গত ২৪ ঘন্টায় জেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪১টি মামলায় ৩৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে জেলা শহরের সড়কে লোকজনের উপস্থিতি গতদিনের তুলনায় কম দেখা গেছে। জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা থাকলেও বন্ধ রয়েছে শহরের দোকারপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন।
এদিকে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমন কমাতে মানুষকে সচেতন করতে শহরের মোড়ে মোড়ে লকডাউনরে প্লাকার্ড বসিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন। শুক্রবার দুপুর ১২ টায় নিউমার্কেট মোড় থেকে শুরু করে পাকাপুল মোড়, সঙ্গীতা মোড়, সদর হাসপাতাল মোড়, খুলনা রোডমোড়, কদমতলা, নারকেলতলা ব্রীজ, কাটিয়া টাউন বাজার মোড় ও আমতলা মোড়সহ শহরের উল্লেখযোগ্য ২০টি পয়েন্টে প্লাকার্ড বসানো হয়েছে। লকডাউন লেখা এসব প্লাকার্ড বসিয়ে মানুষকে ঘরে থাকার অনুরোধ করেন ওসি।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, জেলায় সেনাবাহিনীর ১০ টি পেট্রোল টিম মোতায়েন করা হয়েছে। জেলাবাসীকে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে ঘর থেকে অকারনে বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অকারণে বের হলেই তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।
যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক বাহিনীর ক্যাপ্টেন শামস জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারিভাবে জারিকৃত প্রজ্ঞাপন কার্যকর করার জন্য অসামরিক প্রশাসনের সঙ্গে আমরা কাজ করে যাচ্ছি। মোবাইল কোর্টে অংশ নিচ্ছে।
খুলনা গেজেট/ টি আই