খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

মানবাধিকার কর্মীদের প্রতি সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত পশ্চিমা মিশনের

গেজেট ডেস্ক

মানবাধিকার রক্ষা ও অগ্রগতির জন্য যারা কাজ করছেন তাদের প্রতি সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছে ঢাকাস্থ পশ্চিমা দেশের মিশনগুলো। রোববার (১০ ডিসেম্বর) মিশনগুলোর এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষরকারী দূতাবাস/হাইকমিশনগুলো হলো-অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

বিবৃতিতে বলা হয়েছে, আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস। মানবাধিকারের সার্বজনীন ঘোষণার ৭৫তম বার্ষিকীতে আমরা তাদের প্রতি আমাদের সমর্থন এবং সংহতি প্রকাশ করছি, যারা মানবাধিকার, মৌলিক স্বাধীনতা ও সবার জন্য সমতা রক্ষা ও অগ্রসরের জন্য কাজ করে এবং মানবাধিকার রক্ষায় ও উন্নয়নের প্রচারে গণতন্ত্র যে মৌলিক ভূমিকা পালন করে তা তুলে ধরে। মানবাধিকারের সার্বজনীন ঘোষণার নীতির প্রতি আমাদের অঙ্গীকার অটুট।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!